জয় বাংলা কেন জাতীয় স্লোগান নয়

ফাইল ছবি
ফাইল ছবি

জয় বাংলাকে জাতীয় স্লোগান ও মোটো হিসেবে কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার এ রুল দেন।

মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব ও শিক্ষাসচিবকে রুলের জবাব দিতে বলে আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।