হায় পাটখড়ি!

নগরকান্দা উপজেলার তালমা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আজ শনিবার দুপুরে ফরিদপুরগামী একটি পাটকাঠিবোঝাই ট্রাকে আগুন লেগে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায়। নগরকান্দা, ফরিদপুর, ৩ মার্চ। ছবি: আলীমুজ্জামান
নগরকান্দা উপজেলার তালমা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আজ শনিবার দুপুরে ফরিদপুরগামী একটি পাটকাঠিবোঝাই ট্রাকে আগুন লেগে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায়। নগরকান্দা, ফরিদপুর, ৩ মার্চ। ছবি: আলীমুজ্জামান

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিদ্যুতের তারের সঙ্গে পাটখড়ির ঘষায় আগুন লেগে একটি ট্রাক পুড়ে গেছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার তালমা মোড় এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
পাটখড়িবোঝাই ট্রাকটি নগরকান্দা থেকে ফরিদপুর শহরে আসছিল। পথে বিদ্যুতের তারের সঙ্গে পাটখড়ির ঘষা লেগে আগুন ধরে যায়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নেভায়।
দুজন প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পর চালক ও তাঁর সহকারী ট্রাকটি মহাসড়কের ওপর রেখে পালিয়ে যান। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, পাটখড়িভর্তি ট্রাকটি ‘ওভারলোডেড’ ছিল। পাটখড়ির স্তূপ বেশি উঁচু হওয়ায় সড়কের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে পাটখড়ির ঘষা লাগে। একপর্যায়ে আগুন ধরে যায়। ট্রাকটি সড়কের ওপর থেকে সরিয়ে ফেলার পর যান চলাচল স্বাভাবিক হয়।