পঞ্চগড় চিনিকলের প্রধান ফটকে তালা

পঞ্চগড় চিনিকলে আখের মূল্য পরিশোধের দাবিতে কারখানার প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন আখচাষিরা। এ কারণে গত রোববার বিকেলে আখ পরিবহনের কোনো গাড়ি কারখানায় ঢুকতে পারেনি। এদিকে চরম অর্থসংকটের কারণে সময়মতো শ্রমিক-কর্মচারীদের বেতনভাতাও দিতে পারছে না কর্তৃপক্ষ।
চিনিকল সূত্রে জানা গেছে, আখচাষিদের এখন পর্যন্ত প্রায় তিন কোটি টাকা বকেয়া রয়েছে। পাওনা টাকার দাবিতে চাষিরা রোববার দুপুরে চিনিকলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় চিনিকলের বাইরে আখ পরিবহনকারী অর্ধশতাধিক গাড়ি আটকা পড়ে। এ ঘটনায় চিনিকলের আখমাড়াইয়ের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যায় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।