পাঁচ-ছয়টি কেন্দ্রে অনিয়মের কথা স্বীকার রিটার্নিং কর্মকর্তার

ঢাকায় নির্বাচন ভবনে গাজীপুর সিটি নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ। ছবি: প্রথম আলো
ঢাকায় নির্বাচন ভবনে গাজীপুর সিটি নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ। ছবি: প্রথম আলো

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ-ছয়টি কেন্দ্রে অনিয়মের কথা জানালেন রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দীন মণ্ডল। তিনি বলেছেন, এই কেন্দ্রগুলোতে ব্যালটে জোরপূর্বক সিল মারা, জালভোট দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এ ছাড়া পাঁচ-ছয়টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টকে বের করে দেওয়ার ঘটনা ঘটে।

তবে রকিবউদ্দীন কোনো কেন্দ্রের নাম উল্লেখ করেননি।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কেন্দ্র পরিদর্শনে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা এ কথা বলেন। তিনি বলেন, অনিয়ম হওয়া কেন্দ্রগুলোতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। আর যেসব কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়া হয়েছে বা ঢুকতে দেওয়া হয়নি, সেখানে তাঁরা এজেন্ট রাখার ব্যবস্থা করে দিয়েছেন।

একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোট স্থগিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তিনি বলেন, সব পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। এরপর ব্যবস্থার নেওয়া হবে।

নির্বাচন কমিশনের এক সূত্র বলছে, অনিয়মের কারণে ৭২ ও ৭৩ নম্বর কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হতে পারে। এই দুটি কেন্দ্রের অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়কে জানানো হয়েছে।