গড় আয়ু ৭২, নারীরা পুরুষের চেয়ে গড়ে বেশি দিন বাঁচেন

বিবিএস
বিবিএস

বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। এখন গড় আয়ু ৭২ বছর। এটি ২০১৭ সালের হিসাব। এর আগের বছরের হিসাবে, গড় আয়ু ছিল ৭১ দশমিক ৬ বছর।

আজ বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এ চিত্র উঠে এসেছে। আগারগাঁওয়ের পরিসংখ্যানে ভবনে এই প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব কথা জানান। 


বিবিএসের হিসাবে, পুরুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭০ দশমিক ৬ বছর। অন্যদিকে নারীর গড় আয়ু সাড়ে ৭৩ বছর। এর মানে, এ দেশে নারীরা পুরুষের চেয়ে গড়ে বেশি দিন বাঁচেন।

অনুষ্ঠানের প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস প্রকল্পের পরিচালক এ কে এম আশরাফুল হক বলেন, নারীদের তুলনামূলক রোগবালাই কম হয়। তাঁরা উচ্চ রক্তচাপে কম ভোগেন। তাই তাঁদের গড় আয়ু বেশি। সারা পৃথিবীর প্রবণতার নারীদের গড় আয়ু পুরুষের চেয়ে বেশি।

প্রতিবছর বিবিএস ভাইটাল স্ট্যাটিসটিকস প্রকাশ করে থাকে। এ পরিসংখ্যানের মাধ্যমে একজন মানুষের জীবনের জন্ম, মৃত্যু, আয়ুষ্কাল, বিবাহের মতো অবধারিত বিষয়ের চিত্র ওঠে আসে।

অনুষ্ঠানে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, আইসিডিডিআরবির ইমেরিটাস বিজ্ঞানী আবদুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক আমীর হোসেন।