ছাত্রদলের ধর্মঘটে আজও অচল ইসলামী বিশ্ববিদ্যালয়

পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিন আজ রোববার।

আজ সকাল সাড়ে নয়টার দিকে ঝিনাইদহের শৈলকুপা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে গাড়াগঞ্জে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে ধর্মঘটকারীরা। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়। তবে কেউ আহত হয়নি। পরে গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এদিকে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে পর্যাপ্ত বাস না যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুক জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যে দাবিগুলো করা হয়েছে, তা পূরণ করা না হলে আগামীকাল সোমবার থেকে লাগাতার ধর্মঘট দেওয়ার চিন্তা-ভাবনা আছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে বসার চেষ্টা চলছে। দ্রুতই সমস্যার সমাধান হবে।’
গত মঙ্গলবার গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের মুক্তিসহ পাঁচ দফা দাবিতে গতকাল শনিবার ও আজ রোববার ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।