নির্বাচন উৎসবমুখর, বলছে আ.লীগ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ছবি: ফেসবুক থেকে নেওয়া
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব–উল আলম হানিফ বলেছেন, ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করা নিয়ে মিথ্যাচার বিএনপির পুরোনো অভ্যাস। পরাজয়ের শঙ্কা থেকেই বিএনপি এমনটি করছে।

আজ সোমবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সিলেট, বরিশাল, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। দু–একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও অপ্রীতিকর পরিস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি এমন অভিযোগ করছে। কোন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, বিএনপিকে তার সুনির্দিষ্ট প্রমাণ দেওয়ার জন্য বলেন হানিফ। তিনি উল্টো অভিযোগ করে বলেন, বরিশালের দুটি কেন্দ্র থেকে আওয়ামী লীগের এজেন্ট বের করে দেওয়া হয়েছে।

বরিশালে বিএনপি প্রার্থীর ভোট বর্জনের ব্যাপারে আওয়ামী লীগের এই নেতা বলেন, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই তারা এমন করছে। সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি, যার জন্য নির্বাচন বর্জন করতে হবে।