ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী রাস্তায় ব্যাপক যানজট। যানজটটি কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী টোলপ্লাজা থেকে আমিরাবাদ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা ছাড়িয়ে গেছে। গত কয়েক দিন বিভিন্ন জেলায় পরিবহন ধর্মঘট ছিল। এসব প্রত্যাহারের পর এখন মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ। সকাল ৯টা, শহীদনগর, দাউদকান্দি, কুমিল্লা, ৮ আগস্ট। ছবি: আবদুর রহমান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী রাস্তায় ব্যাপক যানজট। যানজটটি কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী টোলপ্লাজা থেকে আমিরাবাদ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা ছাড়িয়ে গেছে। গত কয়েক দিন বিভিন্ন জেলায় পরিবহন ধর্মঘট ছিল। এসব প্রত্যাহারের পর এখন মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ। সকাল ৯টা, শহীদনগর, দাউদকান্দি, কুমিল্লা, ৮ আগস্ট। ছবি: আবদুর রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ বুধবার অন্যান্য দিনের চেয়ে দ্বিগুণ যানবাহন। এতে ঢাকামুখী পথে যানবাহনের প্রচণ্ড চাপে যানজট দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী টোলপ্লাজা থেকে আমিরাবাদ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় যানজট দেখা যায়। যাত্রী ও চালকদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে দেশের বিভিন্ন জেলায় পরিবহন ধর্মঘট পালন করেন পরিবহন মালিক-শ্রমিকেরা। ফলে তখন গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো অনেকটাই ছিল খালি। তবে পরিবহন ধর্মঘট তুলে নেওয়ার পরপরই মহাসড়কে গাড়ির ঢল নামে।

কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে অবস্থিত ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের রিফাত, ফাহিম, সাজ্জাত, নাফিজসহ বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, যানজটে আটকা পড়ে নয় কিলোমিটার পথ হেঁটে কলেজে পৌঁছাতে হয়েছে।

ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের চালক গোলাম হোসেন আজ সকাল নয়টায় দাউদকান্দির রাজারহাটে বলেন, ১৩ কিলোমিটার পথ অতিক্রম করতে সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে।

দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্বাভাবিক সময়ে প্রতি ২৪ ঘণ্টায় মহাসড়কের মেঘনা-গোমতী সেতু দিয়ে প্রায় ২০ হাজার যানবাহন ঢাকায় ঢুকে। কিন্তু গতকাল রাত থেকে এ সংখ্যা প্রায় দ্বিগুণ। এর মধ্যে আবার অনেক চালক এলোপাতাড়িভাবে চলছেন। তাই যানজট তীব্র আকার ধারণ করছে।