গ্যাস লাইনের পাইপ বিস্ফোরণ, ১০ শ্রমিক আহত

রাজধানীর মিরপুর ১৩ এলাকায় গ্যাস লাইনের পাইপ বিস্ফোরিত হয়ে ১০ পোশাকশ্রমিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে নাজমা (৩০) নামের এক নারী শ্রমিককে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে ডেন্টাল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত নারীর সহকর্মী সুমন জানান, মিরপুর ১৩ এলাকায় অপেক্স গার্মেন্টস পোশাক কারখানায় তাঁরা কাজ করেন। সকালে যখন শ্রমিকেরা কাজে যোগ দিতে কারখানার দরজা দিয়ে ঢুকছিলেন, তখন ওই কারখানার গ্যাস লাইনের পাইপে বিস্ফোরণ হয়।

সুমন জানান, বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। তবে লাইনের পাইপ ছিটকে গায়ে মাথায় লেগে কয়েকজন আহত হন। নয়জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নাজমার মাথায় আঘাত থাকায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, মিরপুর থেকে নাজমা নামের এক পোশাকশ্রমিককে হাসপাতালে আনা হয়। গ্যাসের পাইপ বিস্ফোরিত হলে তিনি আঘাত পান। তাঁকে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ডেন্টাল হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, গ্যাস লাইনের পাইপ বিস্ফোরিত হয়ে ১০ শ্রমিক আহত হয়েছেন। ঘটনার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। আহত শ্রমিকদের উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।