১০ হাজার ইয়াবা বড়ি ফেলে পালাল পাচারকারীরা

পাচারকারীদের ফেলে যাওয়া ইয়াবা বড়ি নিয়ে বিজিবির সদস্যরা। ছবি: বিজিবির সৌজন্যে
পাচারকারীদের ফেলে যাওয়া ইয়াবা বড়ি নিয়ে বিজিবির সদস্যরা। ছবি: বিজিবির সৌজন্যে

কক্সবাজারের টেকনাফের নাজিরপাড়া সীমান্ত চৌকির হাবিলদার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল টহল দিচ্ছিল। দলটি জানতে পারে, টেকনাফ সদরের খানকার ডেইল এলাকায় ইয়াবা বেচাকেনা হচ্ছে। টহল দলটি অভিযানে গেলে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পায়। আর দে দৌড়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী বলেন, অভিযানের সময় তাদের ধাওয়া করলে জঙ্গলের এক পাশে প্লাস্টিকের পাইপের ভেতরে ইয়াবাভর্তি একটি প্যাকেট দেখতে পান। সেটি উদ্ধার করে খুললে সেখানে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

মো. আছাদুদ জামান চৌধুরী বলেন, উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এগুলো পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

বিজিবি সূত্র জানায়, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।