টেকনাফে গরু চরাতে গিয়ে দাদা-নাতনি নিখোঁজ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মৎস্য ঘের ও প্যারাবনে গরু চরাতে গিয়ে দাদা মো. ইউসুফ আলী (৭৫) ও নাতনি রোজিনা আক্তার (১০) নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৩৬ ঘণ্টা পার হয়ে গেলেও বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত দুজনের কোনো হদিস মেলেনি।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং লম্বাবিল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ ইউসুফ আলী ও আব্দুল মালেকের মেয়ে রোজিনা আক্তার একসঙ্গে নাফ নদীর মৎস্য ঘের ও প্যারাবনে কয়েকটি গরু চরাতে করাতে যায়। দিন শেষে গরুগুলো বাড়িতে চলে এলেও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের পক্ষ থেকে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলার নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা প্রথম আলোকে বলেন, গরু চরাতে যে স্থানে তারা গিয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, সেটা নাফ নদীর এক খালের মোহনা। জোয়ার-ভাটা ও পাহাড়ি ঢলের কারণে সেখান থেকে তারা ভেসে যেতে পারে অথবা পাহাড়ি ঢলের পলিতে চাপা পড়তে পারে। দাদা-নাতনির খোঁজে শুক্রবার সকালে ডুবুরি দল নিয়ে তল্লাশি অভিযান চালানো হবে বলেও জানান তিনি।