সুনামগঞ্জে সুরমা নদীতে বজ্রপাতে নিহত ২

সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা নদীতে বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছে। নদীতে কাজ করার সময় পৃথকভাবে তাঁরা মারা যান। তাঁদের একজন পেশায় জেলে ও একজন শ্রমিক। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ছাতক উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা লুলু দাসের ছেলে হৃদয় দাস (২০) ও পিরোজপুরের চাপালবাড়ি গ্রামের আইনুল হকের ছেলে মামুন মিয়া (২৮)।

পুলিশ জানায়, হৃদয় দাস ছাতক পৌর শহরের কাছে সুরমা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। একই সময় নদীতে একটি কার্গো থেকে বালু তোলার কাজ করছিলেন মামুন মিয়া। বেলা ১১টার দিকে ভারী বৃষ্টি হচ্ছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

ছাতক থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বজ্রপাতে দুজনের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, একজন নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, অন্যজন বালু তোলার কাজ করছিলেন। দুজনের লাশ ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।