ভারতে প্রবেশে ব্যর্থ, বেনাপোলে ১৮ রোহিঙ্গা আটক

ভারতে প্রবেশে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার সময় শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। বেনাপোল, যশোর, ১৩ সেপ্টেম্বর। ছবি: সংগৃহীত
ভারতে প্রবেশে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার সময় শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। বেনাপোল, যশোর, ১৩ সেপ্টেম্বর। ছবি: সংগৃহীত

ভারতে প্রবেশে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার সময় যশোরের বেনাপোলে ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও ১০ জন শিশু রয়েছে। বিজিবি জানায়, এসব রোহিঙ্গা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তারা চট্টগ্রামগামী একটি বাসে করে ফিরছিল, এ সময় তাদের আটক করা হয়।

বিজিবি আমড়াখালী ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান বলেন, ‘ভারতে প্রবেশে ব্যর্থ হয়ে বাসে করে চট্টগ্রামে ফিরে যাওয়ার সময় ১৮ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে। রাতে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।’

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বলেন, আটক রোহিঙ্গাদের তাঁদের নির্ধারিত ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যাপারে চিন্তা ভাবনা চলছে।