কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিল

কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিল। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৮ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিল। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৮ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি মিছিল করছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় কোটা আন্দোলনকারীরা পূর্ব কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারের সুপারিশকে স্বাগত জানিয়ে মিছিল বের করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় দুটি মিছিল পাশাপাশি চলতে দেখা গেছে।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা না রাখার সুপারিশকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের মিছিল। কেন্দ্রীয় গ্রন্থাগার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৮ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা না রাখার সুপারিশকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের মিছিল। কেন্দ্রীয় গ্রন্থাগার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৮ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দুটি মিছিলকে পাশাপাশি স্লোগান দিতে দেখা গেছে। এ সময় কোটা আন্দোলনকারীরা বলেন, তাঁদের তিন দফা দাবি। প্রথম দাবি—পাঁচ দফা দাবির ভিত্তিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করতে হবে, দ্বিতীয়—নেতা-কর্মীদের ওপর হামলার বিচার করতে হবে ও তৃতীয়—তাঁদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা আছে, তা প্রত্যাহার করতে হবে।

কোটা সংস্কার আন্দোলনকারীরা পাবলিক লাইব্রেরিতে গিয়ে শিক্ষার্থীদের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান। পাবলিক লাইব্রেরি, ১৮ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
কোটা সংস্কার আন্দোলনকারীরা পাবলিক লাইব্রেরিতে গিয়ে শিক্ষার্থীদের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান। পাবলিক লাইব্রেরি, ১৮ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের স্লোগানে বলেন, ‘আওয়ামী লীগের সরকার বারবার দরকার’। এ সময় তাঁরা ৯ম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সরকারি চাকরিতে কোটা না রাখার সুপারিশকে স্বাগত জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে বিক্ষোভ মিছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের। চারুকলা অনুষদ, ১৮ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে বিক্ষোভ মিছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের। চারুকলা অনুষদ, ১৮ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের সামনে থেকে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। তাঁরা বলেন, তাদের পূর্ব কর্মসূচি অনুযায়ী সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে বিক্ষোভ মিছিল কর্মসূচি আছে। তারই অংশ হিসেবে আজ ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যায়ে বিক্ষোভ মিছিল বের করেছেন তাঁরা।

অপরাজেয় বাংলার পাদদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের সমাবেশ। ১৮ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
অপরাজেয় বাংলার পাদদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের সমাবেশ। ১৮ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন সাংবাদিকদের বলেন, ‘পাঁচ দফার ভিত্তিতে আমরা ১৭ ফেব্রুয়ারি থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। কিন্তু আমাদের ওপর বড় বড় ন্যক্কারজনক হামলা হয়েছে। শহীদ মিনারে আমাদের ওপর হামলা করে স্বাধীনতাকে অবমাননা করা হয়েছে। আমরা এখন তিন দফার ভিত্তিতে কর্মসূচি পালন করছি। কর্মসূচি সরকার মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’