ঝিনাইদহে দুই দল মাদক ব্যবসায়ীর 'গোলাগুলিতে' নিহত ১

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বলুহর ডাকাততলা নামক স্থানে এই গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশের দাবি, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন সেলিম হোসেন (৪০) নামের একজন মাদক ব্যবসায়ী। তিনি উপজেলার কাশিপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ব্যক্তিগত গাড়ি, একটি শুটারগান, দুটি গুলি, ৩০০টি ইয়াবা বড়ি ও ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানিয়েছেন, পুলিশ খবর পায়, উপজেলার বলুহর গ্রামের ডাকাততলা নামক স্থানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে। রাত আনুমানিক দুইটার দিকে ঘটনাস্থলে গিয়ে দুটি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এতে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পরে তাঁরা নিশ্চিত হন, নিহত ব্যক্তি কাশিপুর গ্রামের সেলিম হোসেন।

ওসি আরও বলেন, নিহত সেলিম মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় মাদকের চারটিসহ মোট পাঁচটি মামলা রয়েছে।