নির্বাচনে সৎ ও যোগ্যদের গুরুত্ব দিন

রাষ্ট্রপতি আবদুল হামিদ । ফাইল ছবি
রাষ্ট্রপতি আবদুল হামিদ । ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘নির্বাচন খুব দূরে নয়। কিছুদিন পর সংসদ নির্বাচন। সকল দলই দলীয় প্রার্থী মনোনয়ন দেবে। আমার অনুরোধ, প্রার্থী নির্বাচনের সময় সকল রাজনৈতিক দল যেন যোগ্য ও সৎ ব্যক্তিদের গুরুত্ব দেয়। কারণ অসৎ ব্যক্তিদের মনোনয়ন দিলে দেশের উন্নয়ন হবে না। উন্নয়নের চেয়ে ক্ষতি হবে বেশি।’

সোমবার বিকেলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম খেলার মাঠে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ায় তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সেখানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে অষ্টগ্রাম উপজেলা পরিষদ ভবন সম্প্রসারণসহ আটটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সোমবার বিকেলে পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জে আসেন রাষ্ট্রপতি। সফরের প্রথম দিন সোমবার বেলা দুইটায় রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি অষ্টগ্রাম হেলিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে অটোরিকশায় আরোহী হয়ে অষ্টগ্রাম নতুন ডাকবাংলোয় যান রাষ্ট্রপতি। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেন। রাষ্ট্রপতি মঙ্গলবার অষ্টগ্রাম ডাকবাংলোয় থাকবেন।

অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ, কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ মো. আফজল হোসেন প্রমুখ।