রংপুরে নাশকতার মামলায় বিএনপির ১৪ নেতা-কর্মী কারাগারে

রংপুরে নাশকতার মামলায় বিএনপির ১৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা জজ আদালতে হাজির হয়ে বিএনপির নেতা-কর্মীরা জামিনের আবেদন জানালে বিচারক এ বি এম নিজামুল হক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আদালত ও বিএনপির দলীয় সূত্র জানায়, আজ দুটি মামলায় জামিনের আবেদন জানিয়ে আদালতে হাজির হন জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান, কাজী খয়রাত, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাদল, প্রচার সম্পাদক ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আশফাকুল ইসলাম বসুনিয়া আজাদ, জেলা যুবদলের সাবেক সহসভাপতি তৌহিদুর রহমান, বিএনপির কর্মী শরিফুল ইসলাম, মনিরুজ্জামান মনির, মাহমুদুল হাসান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত, রংপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এপলো চৌধুরী, মহানগর বিএনপির সদস্য এম এম আলমসহ ১৪ নেতা-কর্মী। তাঁরা আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানালে বিচারক আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিএনপির নেতা-কর্মীদের পক্ষে আইনজীবী ছিলেন আবদুর রশীদ, আবদুল কাইয়ুম, আফতাব হোসেন, শফি কামালসহ আরও অনেকে। 

এদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ।