সহকর্মী বিচারপতিরা কেন বসতে চাননি, বলেননি সিনহা

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম । ফাইল ছবি
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম । ফাইল ছবি

পদত্যাগ করা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা তাঁর লেখা বইয়ের মাধ্যমে বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, প্রধান বিচারপতি সিনহার সঙ্গে তখন বেঞ্চের অপর বিচারপতিদের বসতে না চাওয়ার কারণ তিনি উল্লেখ করলে আরও দুর্গন্ধ ছড়াবে। সেগুলোতে বিচার বিভাগের ভাবমূর্তি আরও নষ্ট হবে।

আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবে আলম এসব কথা বলেন।

প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো, বিচারপতি সিনহা বিচার বিভাগের ভাবমূর্তি নিজেই নষ্ট করছেন। উনি প্রধান বিচারপতি থাকার সময় ওনার সঙ্গে যাঁরা বিচারকার্য পরিচালনা করেছেন (সাবেক দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী) তাঁদের সম্পর্কে কোনো রকম কটু মন্তব্য করা বা নানা রকম বাজে কথা বলা খুবই অগ্রহণযোগ্য। এ কাজ করে উনি নিজেই বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন।’

রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, ‘এই সরকারের আমলে অনেক বিচারপতি (সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল, মাহমুদুল আমীন চৌধুরী, এম এম রুহুল আমিন, মো. তাফাজ্জাল ইসলাম, এ বি এম খায়রুল হক ও মো. মোজাম্মেল হোসেন) দায়িত্ব পালন করে গেছেন। তাঁদের কেউ তো সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। উনি তো (বিচারপতি সিনহা) স্পষ্ট করেননি, কেন ওনার সঙ্গে ওনার সহকর্মী বিচারপতিরা একসঙ্গে বসতে (আপিল বিভাগের এজলাসে) চাননি। অন্য বিচারপতিরা তাঁর (বিচারপতি সিনহা) সঙ্গে কেন বসতে চাননি সেই কারণগুলো তো তিনি বলেননি? সেগুলো তিনি যদি উল্লেখ করেন, তবে দুর্গন্ধ আরও ছড়াবে। সেগুলোতে বিচার বিভাগের ভাবমূর্তি আরও নষ্ট হবে।’

বিবিসি বাংলা ১৯ সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানায়, ‘আ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার একটি আত্মজীবনীমূলক বই বেরিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধান বিচারপতি সিনহা ওই বইয়ে লিখেছেন কোন প্রেক্ষাপটে সরকারের সঙ্গে তাঁর বিরোধ ঘটে এবং কীভাবে তিনি দেশত্যাগ এবং প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন।