সিলেটে প্রোগ্রামিং কর্মশালা

সিলেটে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল বৃহস্পতিবার কম্পিউটার প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-প্রথম আলো আন্তস্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উৎসাহিত ও সহযোগিতা করতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির টেলিভিশন পার্টনার দুরন্ত ও নলেজ পার্টনার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।

সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট সরকারি মহিলা কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও সিলেট ক্যাডেট কলেজে কর্মশালা হয়। কর্মশালা সঞ্চালনা ও সমন্বয় করেন প্রযুক্তি প্রতিষ্ঠান সিলিকন আইটির প্রকৌশলী ফারহানা নওরীন ও মিসবাহ্ উদ্দিন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের স্বেচ্ছাসেবক হূমায়ুন কবীর, নাফিস তিহাম, মাসুদ রানা, ফয়সাল খন্দকার, শওকত ওসমান ও নাফীউল আদনান চৌধুরী। সহযোগিতা করেন সিলেট বন্ধুসভার সদস্যরা।

এ ছাড়া গতকাল বাগেরহাটের মোরেলগঞ্জে ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয় এবং ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।