আবারও পেছাল সালাউদ্দিনের রায়

সালাউদ্দিন আহমেদ
সালাউদ্দিন আহমেদ

ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মামলার রায় আজও হয়নি। আগামী ৯ নভেম্বর রায়ের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার মেঘালয়ের রাজধানী শিলংয়ের একটি আদালতে বিএনপির এই নেতার মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল। তবে শিলংয়ের আদালত আজ রায় না দিয়ে নভেম্বরের ৯ তারিখ শুক্রবার নতুন তারিখ ঘোষণা করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
সালাউদ্দিন আহমেদের মামলার রায়ের তারিখ একাধিকবার পরিবর্তন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের মে মাসে শিলং থেকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করে সালাউদ্দিনকে। তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়। এর আগে বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন তিনি।

সালাউদ্দিন অবশ্য দাবি করেছেন, অপহরণকারীরাই তাঁকে ভারতে নিয়ে এসেছে। তিনি কিছুই জানেন না।