দুই বাসের মাঝে চাপা পড়ে নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি বাস জব্দ করেছে পুলিশ। একজন চালককে আটক করা হয়েছে।

নিহত দুই ব্যক্তি হলেন, মো. সেলিম (২২) ও জুয়েল (৩০)। সেলিমের বাবার নাম সাইদুল হক। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার আলেপুরে। রাজধানীর ডেমরায় পরিবার নিয়ে থাকতেন তিনি। সেলিমের মা মনোয়ারা বেগম জানান, যাত্রাবাড়ীতে একটি খেলনার কারখানায় কাজ করতেন সেলিম।

আরেক নিহত ব্যক্তি জুয়েলের জুয়েল বাবা মতলব হাওলাদার। জুয়েলের চাচাতো ভাই মহিউদ্দিন তুষার বলেন জুয়েলের বাড়ি বরিশালে। তিনি বর্তমানে দয়াগঞ্জ বটতলা মোড় হিজড়ার বাড়ির ২য় তলায় থাকতেন। তিনি দুই ছেলে এক মেয়ের জনক। তিনি তুরাগ পরিবহনের গাড়ি চালক, (তুরাগ পরিবহন)।

সেলিমের মা ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১টার দিকে ডেমরা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে যাত্রাবাড়ী আসেন সেলিম। তাঁর সঙ্গে একই অটোরিকশায় ভাগাভাগি করে আসেন জুয়েল। সিএনজি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তাঁরা। স্থানীয় লোকজন তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। ওই সময় জুয়েলকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী, দুটি বাসই ট্রান্স সিলভা কোম্পানির ছিল। ওই দুটি বাস জব্দ করা হয়েছে। একজন চালককে আটক করা হয়েছে। ওই চালকের কাছে বাস চালানোর লাইসেন্স ছিল না।

প্রথম আলোর হিসাবে, এ নিয়ে ৬০৬ দিনে ৫,৩৮৫ জন নিহত হয়েছে। গতকাল নিহত হয়েছে ৭ জন।