'দিন আমার, রাতও আমার'

>

সম্প্রতি রাজধানীতে পুলিশের তল্লাশিচৌকিতে এক নারীকে হেনস্তার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ হয়েছে। হেনস্তার প্রতিবাদে গত বুধবার নবনিতা নব নামের একজন ফেসবুকে ‘দেশ আমার, দিন আমার, রাতও আমার’ নামে একটি ইভেন্ট খোলেন। এতে দেশের পাঁচ হাজার নারী-পুরুষ যুক্ত হন। তাঁদের অনেকেই এই প্রতিবাদে যোগ দেন।

নারী হেনস্তার প্রতিবাদে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদে যোগ দেন অনেকেই
নারী হেনস্তার প্রতিবাদে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদে যোগ দেন অনেকেই
প্রতিবাদ সমাবেশে লেখক, সাংবাদিক, সংগীতশিল্পী, আলোকচিত্রী, ভাস্কর, নারী অধিকারকর্মী ছাড়াও ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
প্রতিবাদ সমাবেশে লেখক, সাংবাদিক, সংগীতশিল্পী, আলোকচিত্রী, ভাস্কর, নারী অধিকারকর্মী ছাড়াও ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে সংগীত পরিবেশন করেন শিল্পী সায়ান
প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে সংগীত পরিবেশন করেন শিল্পী সায়ান
বৃত্তাকার হয়ে বসে বিভিন্ন প্রতিবাদী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ধরেন তাঁরা
বৃত্তাকার হয়ে বসে বিভিন্ন প্রতিবাদী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ধরেন তাঁরা
গানে, স্লোগানে, কবিতায় নারী হেনস্তার প্রতিবাদ জানানো হয়
গানে, স্লোগানে, কবিতায় নারী হেনস্তার প্রতিবাদ জানানো হয়
সমাবেশ থেকে বলা হয়, ‘দেশটা আমাদের, দিনটা আমাদের। কিন্তু রাতে আমরা কেন অনিরাপদ থাকব? রাতের বেলায় কেন স্বাধীনতা থাকবে না? রাতের বেলা নারী দেখলেই হয়রানি, এটা কেমন আচরণ।’
সমাবেশ থেকে বলা হয়, ‘দেশটা আমাদের, দিনটা আমাদের। কিন্তু রাতে আমরা কেন অনিরাপদ থাকব? রাতের বেলায় কেন স্বাধীনতা থাকবে না? রাতের বেলা নারী দেখলেই হয়রানি, এটা কেমন আচরণ।’
রাত ১২টার পর মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসূচি শেষ হয়
রাত ১২টার পর মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসূচি শেষ হয়