শিশুটির পরিবারের সন্ধান চায় পুলিশ

এই কিশোরের সন্ধান চাচ্ছে যাত্রাবাড়ী থানা–পুলিশ। ছবি: সংগৃহীত
এই কিশোরের সন্ধান চাচ্ছে যাত্রাবাড়ী থানা–পুলিশ। ছবি: সংগৃহীত

তিন দিন আগের ঘটনা। রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এক শিশু। বয়স আনুমানিক ১২ বছর। সেখান থেকে পুলিশ ওই কিশোরকে যাত্রাবাড়ী থানায় নিয়ে আসে। সেই থেকে ছেলেটি যাত্রাবাড়ী থানায় আছে। পুলিশ তার পরিবারের সন্ধান চাইছে।

কিশোরটি নিজের নাম অস্পষ্ট উচ্চারণ করে ‘সোহাগ’। তবে তার পরিবারের কারও নাম-পরিচয় কিছু বলতে পারে না। এ কথা জানিয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, ছেলেটি কথা বলতে পারে না। আবার কোনো কিছু বোঝেও না বা বোঝাতে পারে না। একবার অস্পষ্টভাবে নিজের নাম বলেছে ‘সোহাগ’। বাড়ির কথা জিজ্ঞেস করলে একবার ‘গাজীপুর’ বলেছে। তবে এই নাম ও ঠিকানা সঠিক কি না, তা এখনো নিশ্চিত নয়।

‘বুদ্ধিপ্রতিবন্ধী’ এই কিশোরের পরিবারের সন্ধান চেয়েছে যাত্রাবাড়ী থানা-পুলিশ। এ জন্য থানার ফোন নম্বর ৭৫৪৬২৪৪ অথবা ০১৭৬৯৬৯১৭২৩–এ যোগাযোগের অনুরোধ করা হয়েছে।