নবজাতককে ফেলে গেল কারা!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানার স্বামীবাগে একটি বাসার সামনে থেকে একটি নবজাতক ছেলেকে উদ্ধার করা হয়েছে। চেন লাগানো কাপড়ের ব্যাগের ভেতরে করে নবজাতককে ওই বাসার সামনে কে বা কারা ফেলে গেছেন। আজ শুক্রবার সকালে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় এক স্কুলের শিক্ষক রোমানা আক্তারের বাসার সামনে নবজাতকটিকে ফেলে যাওয়া হয়। একজন পুরুষ ও নারীকে ব্যাগটি ওই বাসার সামনে রেখে যেতে দেখেছেন কেউ কেউ। ব্যাগটি পড়ে থাকার খবর ওই শিক্ষককে আশপাশের লোকজন জানালে তিনি ব্যাগটি খুলে ভেতরে শিশু দেখতে পান। পরে তিনি শিশুটিকে নিয়ে হাসপাতালের নবজাতক ইউনিটে ভর্তি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তিনি গেন্ডারিয়া থানাকে জানিয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, শিশুটি একদিন বয়সী হতে পারে। তার অবস্থা আশঙ্কাজনক।