আ.লীগ জোটগতভাবে প্রার্থী তালিকা প্রকাশ করবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । ফাইল ছবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী তালিকা একসঙ্গে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন প্রায় ঠিক করে ফেলা হয়েছে। এখন জোটের সঙ্গে আলাপ–আলোচনা শুরু করেছি। প্রথমে আমরা তাঁরা কাদের চান, সেই তালিকা চেয়েছি। আগামীকালের মধ্যে সেটা পেয়ে যাব। তারপর আনুষ্ঠানিকভাবেও বসতে পারি। চূড়ান্তভাবে, জোটগতভাবে যে সমীকরণ দাঁড়াবে, সেখান থেকেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।’ এটা করতে চার–পাঁচ দিন সময় লাগবে বলেও জানান ওবায়দুল কাদের।

এ সময় সাংবাদিকেরা জানতে চান, জোটের শরিকদের কতগুলো আসন দেওয়া হয়েছে। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ৬৫ থেকে ৭০টির মতো। তবে এর মধ্যে আলাপ–আলোচনা এবং জরিপ অনুযায়ী জয়ী হওয়ার মতো প্রার্থী যদি বেশি হয়, তাহলে বেশি দেওয়া হবে। আর কম থাকলে তাও বিবেচনা করা হবে। যেমন আমাদের (আওয়ামী লীগ) মধ্যে যাঁরা জয়ী হওয়ার মতো না, তাঁদের বাদ দিতে দ্বিধা করব না।’

মন্ত্রী বলেন, জরিপ অনুযায়ী যাঁরা এগিয়ে আছেন, তাঁদের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবারের মনোনয়ন তালিকায় নবীন–প্রবীণ থাকছে বলেও জানান ওবায়দুল কাদের।