মহিব্বুরই আওয়ামী লীগের প্রার্থী, মাহবুবুর বাদ

মহিব্বুর রহমান ও  মাহবুবুর রহমান
মহিব্বুর রহমান ও মাহবুবুর রহমান

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিব্বুর রহমানকে। গতকাল রোববার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁর নাম ঘোষণা করা হয়। বর্তমান সাংসদ মাহবুবুর রহমানসহ ৩২ জন এ আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

মহিব্বুর রহমানের মনোনয়নের খবর পাওয়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে কলাপাড়া উপজেলা সদরে দলের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার ও পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার মিছিলে নেতৃত্ব দেন। একইভাবে রাঙ্গাবালী উপজেলা সদরেও মহিব্বুর রহমানের সমর্থকেরা মিছিল বের করেন।

উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার বলেন, ‘এবার আমিও একজন প্রার্থী ছিলাম। দলের সভানেত্রীর সিদ্ধান্ত ছিল স্থানীয় সরকার পরিষদে যাঁরা নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন, তাঁরা সংসদ সদস্য পদের জন্য মনোনীত হবেন না। আমরা সভানেত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি। দল যাঁকে মনোনয়ন দিয়েছে, আমরা তাঁর পক্ষেই কাজ করব। অন্য যাঁরা মনোনয়ন চেয়েছিলেন, তাঁদেরও দলের প্রার্থীর পক্ষে থাকা উচিত।’

>বর্তমান সাংসদ মাহবুবুর রহমানসহ এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ৩২ জন।

এ বিষয়ে জানতে সাংসদ মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করলেও তিনি মুঠোফোন ধরেননি। তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান বলেন, ‘কেন বর্তমান সাংসদকে মনোনয়ন দিল না, দলের সর্বোচ্চ নেতৃত্বই তা ভালো জানে। কেন্দ্র অনেক যাচাইবাছাই করে এ আসনের জন্য নতুন প্রার্থী দিয়েছে। আমরা এই সিদ্ধান্তকে যথাযথ বলে মনে করি।’

ছাত্রজীবন থেকেই মহিব্বুর রহমান রাজনীতিতে সক্রিয়। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। পরে তিনি উপজেলার ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত আলহাজ জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ। মহিব্বুর রহমান বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এর আগেও সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েছিলাম। তখন মনোনয়ন না পেলেও হতাশ হইনি। দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করে গেছি। আজ দল আমার কাজের মূল্যায়ন করেছে। আমিও দলকে তার প্রতিদান দেব।’