স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মুরাদ সিদ্দিকী

টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই গতকাল সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর ভাই মুরাদ সিদ্দিকী। তিনি আওয়ামী লীগে যোগ দিচ্ছেন, নাকি কাদের সিদ্দিকীর দল থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী হবেন, এ নিয়ে অনেক দিন ধরেই নানা গুঞ্জন চলছিল।

এবারই মুরাদ সিদ্দিকীর জাতীয় সংসদ নির্বাচনে প্রথম অংশ নেওয়া নয়। ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী এবং ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তবে তিনবার নির্বাচন করে তিনি একবারও বিজয়ী হতে পারেননি। তবে বড় দুই দলের বাইরে গিয়েও ২০০১ সালে প্রায় ৭০ হাজার, ২০০৮ সালে ৪০ হাজার ৪৫৬ ও ২০১৪ সালে ৫৯ হাজার ৩৯৮ ভোট পান। ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই কৃষক শ্রমিক জনতা লীগের রাজনীতিতে তিনি নিষ্ক্রিয় হয়ে যান। আওয়ামী লীগে যোগদানের চেষ্টা করেন। আওয়ামী লীগে যোগ দিতে না পারলেও এলাকায় গুঞ্জন ছিল, তিনি আবার কৃষক শ্রমিক জনতা লীগ থেকে টাঙ্গাইল-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হচ্ছেন। কিন্তু গতকাল মুরাদ সিদ্দিকীর পক্ষ থেকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলামের কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।