চাঁদপুরের আরও দুটিতে আ.লীগের মনোনয়ন

মামলা ও ঋণখেলাপির কারণে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আরও দুজন বিকল্প প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন পেয়েছেন। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়নপত্র তাঁরা গ্রহণ করেন।

তাঁরা হলেন চাঁদপুর-২ আসনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আমিন রুহুল। এ আসনে এর আগে বর্তমান সাংসদ ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে মনোনয়ন দেওয়া হয়।

অন্যদিকে, চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। এ আসনে এর আগে বর্তমান সাংসদ সাবেক জেলা আওয়ামী লীগ সভাপতি শামছুল হক ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া হয়।

আদালতে মামলাজনিত জটিলতার কারণে চাঁদপুর-২ আসনের মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মনোনয়ন পরিবর্তন হতে পারে, তাই বিকল্প প্রার্থী হিসেবে নূরুল আমিন রুহুলকে মনোনয়ন দেওয়া হয়। মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ জানান, সাময়িকভাবে বিকল্প প্রার্থী হিসেবে নূরুল আমিন রুহুলকে মনোনয়ন দিয়ে রাখা হয়েছে।

চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ঋণখেলাপির কারণে সংসদ নির্বাচন করতে না পারলে বিকল্প প্রার্থী হিসেবে জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। গতকাল রাতে এ–সংক্রান্ত চিঠি তিনি হাতে পেয়েছেন বলে মুঠোফোনে তিনি জানিয়েছেন।

জানা গেছে, ফারমার্স ব্যাংকের ৬০ কোটি টাকার ঋণখেলাপির একটি মামলা চেম্বার জজ আদালতে গতকাল আটকে যায়। শামছুল হক ভূঁইয়া জানান, এটি আইনি প্রক্রিয়া। যথাসময়ে তা সমাধান হয়ে যাবে। এ ছাড়া চাঁদপুর-১ আসনেও দুজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে ।

চাঁদপুরের অন্য দুটি আসনের মধ্যে যাঁরা দলীয় মনোনয়ন পেয়েছেন, তাঁরা হলেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) দীপু মনি ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।