মনোনয়নপত্র জমা ৬৮ জনের

বগুড়া–৫ (ধুনট-শেরপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাংসদ মো. হাবিবর রহমান (কোট পরা) মনোনয়নপত্র জমা দিতে আসেন। তাঁকে স্যালুট দেন শেরপুর থানার এক পুলিশ কর্মকর্তা। গতকাল দুপুরে বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ চত্বরে।  ছবি: প্রথম আলো
বগুড়া–৫ (ধুনট-শেরপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাংসদ মো. হাবিবর রহমান (কোট পরা) মনোনয়নপত্র জমা দিতে আসেন। তাঁকে স্যালুট দেন শেরপুর থানার এক পুলিশ কর্মকর্তা। গতকাল দুপুরে বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ চত্বরে। ছবি: প্রথম আলো

বগুড়ায় সাতটি আসনে মোট ৬৮ জন প্রাথী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন। একাধিক জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা) আসনে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শরিফ আহম্মেদের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ আবদুল মান্নান। দুপুরে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলাম।

এদিকে সোনাতলা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. তবিবর রহমান ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ, ইনু) প্রার্থী মো. হাসান আকবর।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মদের কাছে বিএনপির আরেক প্রার্থী মোহাম্মদ শোকরানা মনোনয়নপত্র জমা দেন। এই আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে জাতীয় পার্টির গোলাম মোস্তফা মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সারিয়াকান্দি পৌরসভার সাবেক মেয়র টিপু সুলতান মনোনয়নপত্র দাখিল করেছেন।

বগুড়া-২ (শিবগঞ্জ ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না, সাংসদ জাতীয় পার্টির (মহাজোট) শরিফুল ইসলাম জিন্নাহ, বিএনপির সাবেক সাংসদ এ কে এম হাফিজুর রহমানসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি জালাল উদ্দিনসহ মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বর্তমান সাংসদ জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার, জেলা বিএনপির সহসভাপতি আবদুল মোমিন তালুকদার, তাঁর স্ত্রী মাসুদা মোমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দুপচাঁচিয়া শাখার সভাপতি শাহজাহান আলী, বিএনএফের কেন্দ্রীয় সদস্য আবদুল কাদের জিলানী, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, তাজ উদ্দিন মণ্ডলসহ ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-২ আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না। গতকাল শিবগঞ্জ উপজেলা পরিষদে।  ছবি: প্রথম আলো
বগুড়া-২ আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না। গতকাল শিবগঞ্জ উপজেলা পরিষদে। ছবি: প্রথম আলো

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা কমিটির সভাপতি ও বর্তমান সাংসদ এ কে এম রেজাউল করিম। নন্দীগ্রাম ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. শারমিন আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। বিকেলে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের পক্ষে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে বিএনপির সাংসদ জিয়াউল হক মোল্লা, বিএনপির নেতা মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশরাফুল আলম ওরফে হিরো আলম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতা কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা তায়েব আলী, জাতীয় পার্টি থেকে নূরুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নন্দীগ্রাম উপজেলা কমিটির সহসভাপতি মো. ইদ্রিস আলীসহ ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাংসদ হাবিবর রহমান, বিএনপির সাবেক সাংসদ জি এম (গোলাম মোহাম্মদ) সিরাজ, জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা, বিকল্পধারার ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহবুব আলী, স্বতন্ত্র প্রার্থী শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা দবিবর রহমান, বাম গণতান্ত্রিক জোটের শেরপুর উপজেলা কমিটির আহ্বায়ক রঞ্জন কুমার দেব, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য সন্তোষ কুমার পাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর মাহমুদুর রহমানসহ ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-৬ (সদর উপজেলা ও বগুড়া পৌরসভা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করা হয়। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন। এই আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে জেলা বিএনপির নেতারা মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া খালেদা জিয়ার উপদেষ্টা ও পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, বাম গণতান্ত্রিক জোটের জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নুমান মো. মামুনুর রশিদসহ ১১ জন মনোনয়ন জমা দেন।

বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর উপজেলা) আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিলটন। পরে মোরশেদ মিলটন তাঁর মনোনয়নপত্রও জমা দেন। এই আসনের জন্য জাতীয় পার্টির বর্তমান সাংসদ আলতাফ আলীও মনোনয়নপত্র জমা দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদলসহ এই আসনে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।