হেমন্তের গোধূলিবেলায়

‘সবুজ পাতার খামের ভেতর; হলুদ গাঁদা চিঠি লেখে। কোন পাথারের ওপার থেকে আনল ডেকে হেমন্তকে?’—কবি সুফিয়া কামালের কবিতায় হেমন্তের এই অসাধারণ বর্ণনা ছুঁয়ে যায় মন। এখন চলছে এই হেমন্তকাল। কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস নিয়ে এই ঋতু। হেমন্ত মানেই শিশিরস্নাত প্রহর, হেমন্ত মানেই নবান্ন, মানে পাকা ধানের ম-ম গন্ধ, নতুন অন্ন। হেমন্তের পড়ন্ত বিকেলে ধানখেতে কৃষকের ব্যস্ততা, মেঘমুক্ত আকাশে পরিযায়ী পাখির উড়ে চলা যেন নিয়ে যায় সেই ছোটবেলার দিনগুলোয়। ছবিগুলো সিলেট সদরের নীলগাঁও, উমরাওগাঁও ও নলকট থেকে তোলা।

গোধূলির আলোয় পুরুষ্টু ধানের শিষ।
গোধূলির আলোয় পুরুষ্টু ধানের শিষ।
শ্যামল জমিনে সোনালি আলোক রেখা
শ্যামল জমিনে সোনালি আলোক রেখা
হেমন্তের পড়ন্ত বেলায় আমন ধানের খেতে কাজে ব্যস্ত কৃষক। বিদায় নিচ্ছে দিনের আলো।
হেমন্তের পড়ন্ত বেলায় আমন ধানের খেতে কাজে ব্যস্ত কৃষক। বিদায় নিচ্ছে দিনের আলো।
পড়ন্ত বিকেলে ধানের আঁটি মাথায় নিয়ে বাড়ি ফিরছেন কৃষক।
পড়ন্ত বিকেলে ধানের আঁটি মাথায় নিয়ে বাড়ি ফিরছেন কৃষক।
নীল আকাশে ডানা মেলে উড়ছে পরিযায়ী পাখি।
নীল আকাশে ডানা মেলে উড়ছে পরিযায়ী পাখি।