নির্বাচনে বিএনপি আত্মসমর্পণ করবে: মেনন

রাশেদ খান মেনন । ফাইল ছবি
রাশেদ খান মেনন । ফাইল ছবি

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচনে বিএনপি আত্মসমর্পণ করবে। নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বাগাড়ম্বরও শেষ হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন। তিনি আজ সোমবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন। মতিঝিল, শাহজাহানপুর, শাহবাগ, রমনা থানা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

মেনন বলেন, যারা বিজয়ের মাসে জামাতের দাঁড়িপাল্লায় ধানের শীষ তুলে দেয়, তারাও একইভাবে স্বাধীনতাবিরোধিতার দায়ে দুষ্ট। আর এ কারণেই তাদের নেতা তারেক রহমান এই বিজয়ের মাসে আইএসআইয়ের সঙ্গে আর মির্জা ফখরুল আলমগীর ঢাকায় পাকিস্তান হাইকমিশনে বৈঠক করেন। একজন দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কখনোই পাকিস্তান হাইকমিশনে গিয়ে ষড়যন্ত্র করতে পারে না।


ঢাকা–৮ আসনের সাংসদ হিসেবে নিজের কর্মকাণ্ড তুলে ধরে মেনন আরও বলেন, ‘ঢাকা-৮ আসনের জনগণ গত ১০ বছরে চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত পরিবেশে থেকেছে। মালিবাগ, শান্তিনগরের রাস্তার ৮৫ ভাগ খারাপ ছিল। এখন তার প্রায় ৯০ ভাগ রাস্তা মেরামত করেছি। মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে গোটা এলাকা জলাবদ্ধ হয়ে যেত। মানুষ চলাফেরা করতে পারত না। সেই অবস্থার উন্নতি করেছি।মশার উপদ্রব কমিয়েছি।’

আজকের সভার প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি হাজি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহসভাপতি আবুল বাশার প্রমুখ।