আওয়ামী লীগ থেকে গণফ্রন্টে আনসারুল করিম

আনসারুল করিম
আনসারুল করিম

আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে গণফ্রন্টে গেলেন কক্সবাজারের মহেশখালীর পরিবেশ বিজ্ঞানী আনসারুল করিম। কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে তিনি গণফ্রন্টের প্রার্থী হিসেবে লড়ছেন। তাঁর প্রতীক মাছ।

জেলা আওয়ামী লীগের সদস্য আনসারুল করিম ২০০৮ সালের নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। তখন তিনি পেয়েছিলেন ৮৬ হাজার ৯৪৪ ভোট। আর ১৭ হাজার ২৭ ভোট বেশি পেয়ে সাংসদ নির্বাচিত হন জোট প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নেতা এ এইচ এম হামিদুর রহমান। ওই নির্বাচনে গণফ্রন্টের প্রার্থী ছিলেন গোলাম মাওলা। তিনি পেয়েছিলেন ৪৬৭ ভোট।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী আশেক উল্লাহ রফিক। বিএনপির কোনো প্রার্থী নেই। আইনি জটিলতায় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েও জামায়াতের হামিদুর রহমানকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে হচ্ছে।

আনসারুল করিম বলেন, আওয়ামী লীগ ছেড়ে কেন তিনি গণফ্রন্টের প্রার্থী হয়েছেন, তার ব্যাখ্যা তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানাবেন।