রাজধানীতে নির্বাচনী প্রচারণা

>একাদশ সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরই সোমবার আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন প্রার্থীরা। রাজধানীতে উৎসবমুখর পরিবেশে প্রচারণা ও জনসংযোগ করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আজ ঢাকার সড়কে অনেক হেভিওয়েট প্রার্থী নেমেছিলেন, সঙ্গে ছিলেন তাঁদের নেতা-কর্মীরাও। উৎসবের পাশাপাশি বিড়ম্বনাও ছিল। মিছিলের কারণে অনেক স্থানে যান চলাচল সাময়িক ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। ছবিগুলো মঙ্গলবারের।
দুপুর থেকেই খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জড়ো হতে থাকেন ঢাকা-৯ আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরীর নেতা-কর্মীরা। ছবি: আবদুস সালাম
দুপুর থেকেই খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জড়ো হতে থাকেন ঢাকা-৯ আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরীর নেতা-কর্মীরা। ছবি: আবদুস সালাম
ঢাকা-৬ আসনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী কাজী ফিরোজ রশীদের সমর্থকেরা পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় মিছিল করেছেন। ছবি: দীপু মালাকার
ঢাকা-৬ আসনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী কাজী ফিরোজ রশীদের সমর্থকেরা পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় মিছিল করেছেন। ছবি: দীপু মালাকার
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় জনসংযোগ চালাচ্ছেন ঢাকা-৬ আসনের জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী কাজী ফিরোজ রশীদ। ছবি: দীপু মালাকার
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় জনসংযোগ চালাচ্ছেন ঢাকা-৬ আসনের জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী কাজী ফিরোজ রশীদ। ছবি: দীপু মালাকার
শাহজাহানপুর এলাকায় স্ত্রীকে সঙ্গে নিয়ে জনসংযোগ করেন ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। ছবি: সাজিদ হোসেন
শাহজাহানপুর এলাকায় স্ত্রীকে সঙ্গে নিয়ে জনসংযোগ করেন ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। ছবি: সাজিদ হোসেন
ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী জুনায়েদ সাকি কারওয়ান বাজার এলাকায় প্রচারপত্র বিলি করেছেন। ছবি: সাজিদ হোসেন
ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী জুনায়েদ সাকি কারওয়ান বাজার এলাকায় প্রচারপত্র বিলি করেছেন। ছবি: সাজিদ হোসেন
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় সড়কের ওপর কাজী ফিরোজ রশীদের নেতা-কর্মীরা। ছবি: দীপু মালাকার
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় সড়কের ওপর কাজী ফিরোজ রশীদের নেতা-কর্মীরা। ছবি: দীপু মালাকার