জাবিতে ছাত্রলীগ নেতাসহ তিন ছাত্র বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে বহিষ্কারসংক্রান্ত দাপ্তরিক আদেশ দেওয়া হয়েছিল।

বহিষ্কৃত ছাত্ররা হলেন শাখা ছাত্রলীগের সহসম্পাদক রসায়ন বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী মাজেদুল হাসান, ছাত্রলীগের কর্মী দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের আশরাফুল ইসলাম ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী রায়হান পাটোয়ারী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ জুন বহিরাগত এক ব্যক্তি (রুবেল বড়ুয়া) তাঁর বান্ধবীকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে আসেন। বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন ও জিমনেসিয়াম-সংলগ্ন কালভার্ট এলাকায় গেলে বহিষ্কৃত শিক্ষার্থীরা তাঁদের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন। এ সময় বাধা দেওয়ায় বহিরাগত ব্যক্তির সঙ্গে বহিষ্কৃত ছাত্রদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এদিকে, ভর্তি-ইচ্ছুক এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নাসিম ঐশ্বর্য আহমেদকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রক্টর কার্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ভর্তি-ইচ্ছুক এক ছাত্রীকে ড্রয়িং (অঙ্কন) শেখাতেন নাসিম ঐশ্বর্য। গত ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে ড্রয়িং শেখানোর সময় ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন তিনি।