বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিলেন

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে দেখা করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। গণভবন, ১৯ ডিসেম্বর। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে দেখা করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। গণভবন, ১৯ ডিসেম্বর। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বেসরকারীকরণ কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি আওয়ামী লীগে যোগ দেন।

সিলেট-১ আসনে এবারের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইনাম আহমেদ চৌধুরী। ওই আসনে ধানের শীষের প্রতীক পান খন্দকার আবদুল মুকতাদির।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম প্রথম আলোকে জানান, ইনাম আহমদ চৌধুরী বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগে যোগ দেন। এ সময় প্রধানমন্ত্রী ইনাম আহমদ চৌধুরীকে ফুলের তোড়া উপহার দেন।

ইনাম আহমেদ চৌধুরীর রাজনৈতিক সচিব রুশেল রহমান প্রথম আলোকে বলেন, ইনাম আহমেদ চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ যোগ দিয়েছেন।

ইনাম আহমেদ চৌধুরী এর আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।