বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গি দমনে সাফল্য পেয়েছে: শ্রিংলা

হর্ষ বর্ধন শ্রিংলা
হর্ষ বর্ধন শ্রিংলা

ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, অর্থনৈতিক উন্নয়ন, সন্ত্রাস দমন ও জঙ্গি নির্মূলে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে হর্ষ বর্ধন শ্রিংলা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইআইএমসিএএ) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা বলেন। গুলশানে ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠিত ওই বিদায়ী সাক্ষাৎকার অনুষ্ঠানে শ্রিংলা বাংলাদেশে তাঁর তিন বছরের দায়িত্ব পালনের সময়ের সাফল্যের কথা তুলে ধরেন।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত বরাবরই গুরুত্ব দেয়। গত তিন বছরে দুই দেশের উদ্বেগের জায়গাগুলো নিরসনে সাফল্য এসেছে। ভিসা পদ্ধতি সহজীকরণ, বিশ্বে সবচেয়ে বড় ভিসা কেন্দ্র হিসেবে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপন, রেকর্ডসংখ্যক ৯৩টি চুক্তি স্বাক্ষরের মতো সাফল্য রয়েছে। বাংলাদেশে নেওয়া ভারতের উন্নয়ন প্রকল্পের বেশির ভাগ কাজ শেষ করা হয়েছে।

আইআইএমসিএএর সহসভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদলে ছিলেন রঞ্জন সেন (একুশে টিভি), নজরুল ইসলাম (জার্মানভিত্তিক নিউজ এজেন্সি ডিপিএ), এম রহমত আলী (বিশ্ব স্বাস্থ্য সংস্থা), সবুজ ইউনুস (সমকাল), আংগুর নাহার মন্টি (নিউজ টোয়েন্টিফোর) এবং নাজনীন আখতার (প্রথম আলো)।