ঢাকা-৮ ও ৯: মির্জা আব্বাস ও আফরোজা ভোট দেবেন না

বিএনপির ভোটারেরা ভোট দিতে পারছেন না। এর প্রতিবাদে ভোট দেওয়া বর্জন করলেন মির্জা আব্বাস ও তাঁর স্ত্রী আফরোজা আব্বাস। মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, শাহজাহানপুর, ঢাকা। ছবি: আবদুস সালাম
বিএনপির ভোটারেরা ভোট দিতে পারছেন না। এর প্রতিবাদে ভোট দেওয়া বর্জন করলেন মির্জা আব্বাস ও তাঁর স্ত্রী আফরোজা আব্বাস। মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, শাহজাহানপুর, ঢাকা। ছবি: আবদুস সালাম

ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও ঢাকা-৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাস ভোট দেবেন না। দলীয় নেতা-কর্মীদের মারধর ও কেন্দ্রে আসতে না দেওয়া, এজেন্ট বের করে দেওয়া, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়ার প্রতিবাদে এ দুই প্রার্থী ভোট দেওয়া থেকে নিজেদের বিরত রেখেছেন।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শাহজাহানপুরে মির্জা আব্বাস ডিগ্রি কলেজে ভোট দিতে এসে ভোটের সার্বিক অবস্থার কথা তুলে ধরে তাঁরা ভোট দেওয়া থেকে নিজেদের বিরত রাখার কথা বলেন।

মির্জা আব্বাস অভিযোগ করেন, একটা ভীতিকর অবস্থা তৈরি করেছে ক্ষমতাসীনেরা। এই পরিস্থিতিতে নিজে ভোট দেওয়ার কোনো মানে নেই।