প্রধানমন্ত্রী চাইলে মন্ত্রিসভায় যেতে চান মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রথম আলো ফাইল ছবি
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রথম আলো ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিসভায় যোগ দিতে আহ্বান জানালে সাড়া দেবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নতুন সরকারকে দুর্নীতি বন্ধে বিশেষ মনোযোগ দিতে হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে নতুন বছরের প্রথম দিনে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, নতুন সরকারকে দুর্নীতি দমনের মাধ্যমে সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে কাজ করতে হবে। আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্ব দিতে হবে। মুহিত বলেন, ‘অতীতের মতো আওয়ামী লীগ সরকারকে দারিদ্র্য বিমোচনে বিশেষ গুরুত্ব দিতে হবে। বিগত ১০ বছরে দারিদ্র্য বিমোচনে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছি। আমরা নতুন মেয়াদে দেশকে দারিদ্র্যমুক্ত করতে চাই।’

অর্থমন্ত্রী অপর এক প্রশ্নের জবাবে বলেন, প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভায় যোগ দিতে আহ্বান জানালে তিনি সাড়া দেবেন। কেননা তিনি সব সময় প্রধানমন্ত্রীকে মান্য করে চলেন। তিনি বলেন, ‘একাদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জনগণ শেখ হাসিনার পক্ষে ভোট দিয়েছে। তারা জানে শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন হবে না।’