টাঙ্গাইলে সৌদিপ্রবাসীর স্ত্রী খুন

প্রতিকী ছবি
প্রতিকী ছবি

টাঙ্গাইলের বাসাইলে এক সৌদিপ্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারীর নাম মনোয়ারা বেগম (৩৫)। তিনি বাসাইল উপজেলার নথখোলা গ্রামের প্রবাসী ধলা খানের স্ত্রী। তাঁর স্বামী ও ছেলে আল-আমিন দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকায় বাড়িতে মনোয়ারা একাই থাকতেন।

বাসাইল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে মনোয়ারা বেগম অন্যদিনের মতো নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল ১০টার দিকে অনেক ডাকাডাকি করেও ঘুম থেকে না উঠলে প্রতিবেশীরা ওই ঘরে ঢুকে তাঁর গলাকাটা লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। এ ঘটনায় মনোয়ারার ভাইয়ের স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে খুনের মামলার প্রস্তুতি নিচ্ছেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তুহিন আলী প্রথম আলোকে মুঠোফোনে বলেন, আজকালের মধ্যেই খুনিদের শনাক্ত করা সম্ভব হবে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।