তাঁদের দুজনের সঙ্গেই 'অর্থ' জড়িয়ে

ছবিটা অর্থপূর্ণ, কেননা দুজনের সঙ্গেই তো ‘অর্থ’ জড়িয়ে। ছবি: বিসিবির সৌজন্যে
ছবিটা অর্থপূর্ণ, কেননা দুজনের সঙ্গেই তো ‘অর্থ’ জড়িয়ে। ছবি: বিসিবির সৌজন্যে

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার দুপুরে চলছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট সিক্সার্সের মধ্যকার খেলাটি। মাঠে দুই দলের খেলোয়াড়েরা। আর গ্যালারি বসে খেলা দেখছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। মুহিত সিলেটের আর কামাল কুমিল্লার সমর্থক।

খেলা তখনো শেষ হয়নি। এর মধ্যেই সেখানে খবর আসে মুস্তাফা কামাল পরবর্তী সরকারের অর্থমন্ত্রী হয়েছে। আর মুহিতের এটাই মন্ত্রী হিসেবে শেষ মেয়াদ। নতুন সরকারের মন্ত্রিসভায় থাকছেন না তিনি।

কাল সোমবার বিকেল সাড়ে তিনটায় নতুন মন্ত্রিসভা শপথ নেবেন। কাল থেকেই অর্থমন্ত্রী হবেন মুস্তাফা কামাল আর সাবেক অর্থমন্ত্রী হয়ে যাবেন আবুল মাল আবদুল মুহিত।

বর্তমান সরকারের শেষ দিনে নতুন অর্থমন্ত্রী ও বিদায়ী অর্থমন্ত্রীর এই আলোচনা অনেকের মধ্যেই কৌতূহল সৃষ্টি করে। সেখানে উপস্থিত একজন বলেই ফেললেন, খেলা দেখার ফাঁকে এই দুজনের আজকের এই আলোচনাটা অর্থপূর্ণ, কেননা দুজনের সঙ্গেই তো ‘অর্থ’ জড়িয়ে।