সড়ক দুর্ঘটনায় আহত প্রথম আলোর প্রতিনিধি এনামুল হক আর নেই

এনামুল হক খোকন।
এনামুল হক খোকন।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ৫৩ দিন পর প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি এনামুল হক মারা গেছেন। গতকাল বুধবার সকাল পৌনে নয়টার দিকে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

এনামুল হকের পারিবারিক সূত্র বলেছে, গত ১৭ নভেম্বর সিরাজগঞ্জ জেলা শহরে দায়িত্ব পালন শেষে শাহজাদপুর উপজেলার তালগাছীতে বাড়ি ফেরার পথে উল্লাপাড়ার পূর্ব দেলুয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উল্লাপাড়া ২০ শয্যার হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকের পরামর্শে ওই রাতেই তাঁকে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়।

বেশ কিছুদিন চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে এনামুল হককে ঢাকায় তাঁর ছেলের বাসায় নিয়ে যাওয়া হয়। গত মঙ্গলবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আবার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এনামুল হক শুরু থেকেই প্রথম আলোর সঙ্গে ছিলেন। তিনি মা, স্ত্রী, তিন ছেলে, এক ভাই ও পাঁচ বোন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। গতকাল বেলা সাড়ে তিনটায় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

এনামুল হকের মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাব, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।