উপজেলা নির্বাচন মার্চ থেকে ধাপে ধাপে

ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। ছবি: ইউএনবি
ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। ছবি: ইউএনবি

নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। আর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রথমে ভোটার হবেন সিঙ্গাপুরপ্রবাসীরা। নির্বাচন ভবনে বৃহস্পতিবার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে সারা দেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। ২০১৪ সালেও ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় সাত ধাপে ভোট গ্রহণ হয়েছিল।

প্রবাসীদের ভোটার করার বিষয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, প্রবাসীদের ভোটার করার কাজ শুরু করা হবে আগামী এপ্রিল মাসে। এ ক্ষেত্রে প্রথমে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশি থাকেন, তাঁদের ভোটার করা হবে। এ জন্য ৫-৭ দিনের মধ্যে ইসির একটি দল সিঙ্গাপুরে যাবে। এরপর দুবাইতে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করা হবে।