বনবন ঘুরছে লাটিম

>

গ্রামবাংলার ঐতিহ্যবাহী একটি খেলা লাটিম ঘোরানো। ছোটরা একসময় লাটিম খেলায় মেতে নাওয়া-খাওয়া ভুলে যেত। বিনোদনের রকমারি আয়োজনে এই ঐতিহ্য এখন হারাতে বসেছে। তবে এখনো কোনো কোনো গ্রামীণ এলাকায় শিশু-কিশোর মেতে ওঠে এ খেলায়।

প্রথম আলোর বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের ফটোসাংবাদিক সোয়েল রানার আলোকচিত্রে ধরা পড়া এমন কিছু দৃশ্য নিয়ে এই ছবির গল্প:

শৈশবের স্মৃতিবিজড়িত লাটিম খেলায় মেতে উঠেছে গ্রামের দামাল ছেলেরা। বাগবাড়ি, গাবতলী, বগুড়া, ১৬ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
শৈশবের স্মৃতিবিজড়িত লাটিম খেলায় মেতে উঠেছে গ্রামের দামাল ছেলেরা। বাগবাড়ি, গাবতলী, বগুড়া, ১৬ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
লাটিম ছুড়ে দেওয়া হচ্ছে। বাগবাড়ি, গাবতলী, বগুড়া, ১৬ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
লাটিম ছুড়ে দেওয়া হচ্ছে। বাগবাড়ি, গাবতলী, বগুড়া, ১৬ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
হাতের তালুতে লাটিম নেওয়ার চেষ্টা। বাগবাড়ি, গাবতলী, বগুড়া, ১৬ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
হাতের তালুতে লাটিম নেওয়ার চেষ্টা। বাগবাড়ি, গাবতলী, বগুড়া, ১৬ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
হাতে লাটিম ঘোরানো চলছে। বাগবাড়ি, গাবতলী, বগুড়া, ১৬ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
হাতে লাটিম ঘোরানো চলছে। বাগবাড়ি, গাবতলী, বগুড়া, ১৬ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
হাতে লাটিম ঘোরাচ্ছে ওরা। বাগবাড়ি, গাবতলী, বগুড়া, ১৬ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
হাতে লাটিম ঘোরাচ্ছে ওরা। বাগবাড়ি, গাবতলী, বগুড়া, ১৬ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
কার হাতে কত বেশি সময় লাটিম ঘোরে—এরই প্রতিযোগিতা। বাগবাড়ি গ্রাম, গাবতলী, বগুড়া, ১৬ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
কার হাতে কত বেশি সময় লাটিম ঘোরে—এরই প্রতিযোগিতা। বাগবাড়ি গ্রাম, গাবতলী, বগুড়া, ১৬ জানুয়ারি। ছবি: সোয়েল রানা