চট্টগ্রামে শুরু পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব

পুষ্টি-প্রথম আলো জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, চট্টগ্রাম, ১৬ জানুয়ারি। ছবি: জুয়েল শীল
পুষ্টি-প্রথম আলো জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, চট্টগ্রাম, ১৬ জানুয়ারি। ছবি: জুয়েল শীল

সারা দেশের মতো চট্টগ্রামেও আজ বুধবার শুরু হয়েছে পুষ্টি-প্রথম আলো জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। আয়োজনের শুরুতেই ছিল নৃত্য ও কথামালা। পরে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় প্রতিযোগিতার। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলছে এ আয়োজন।

আজ সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে/ মোরে আরো আরো আরো দাও প্রাণ’ গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা। পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া। চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি শিহাব জিসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী ও টিকে গ্রুপের পুষ্টি কনজ্যুমার বিভাগের জ্যেষ্ঠ বিক্রয় ব্যবস্থাপক ইফতেখার শাহেদ।

চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, সন্দ্বীপ ও হাটহাজারী উপজেলা এবং ডবলমুরিং, পাঁচলাইশ ও চান্দগাঁও থানার (শিক্ষা) অন্তর্ভুক্ত ২৪টি বিদ্যালয়ের প্রায় ১০০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় বিতর্ক উৎসবে অংশ নেবে।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বলেন, বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাস যদি লেখা হয়, তাহলে অবশ্যই প্রথম আলোর নাম সবার আগে আসবে। শিক্ষা, সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে এই পত্রিকাটি বিপ্লব নিয়ে এসেছে। তাই এটা নিছক একটি পত্রিকা নয়, এটা একটি প্রতিষ্ঠান। এটা এমন এক কর্মযজ্ঞ, যার শুরু আছে শেষ নেই। পত্রিকাটির কর্মযজ্ঞের একটি অংশ এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। যুক্তিনির্ভর সমাজ গড়ে তুলতে না পারলে সেই দেশ কখনো মাথা তুলে আগাতে পারে না বলে মন্তব্য করেন হাসিনা জাকারিয়া। তিনি বলেন, চিন্তার জগৎ যখন খুলে যায়, তখন আর শিক্ষার্থীদের জিপিএ-৫-এর দরকার পড়বে না। তারা এমনিতেই পৃথিবী জয় করবে।

পুষ্টি-প্রথম আলো জাতীয় বিতর্ক প্রতিযোগিতা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অতিথিরা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, চট্টগ্রাম, ১৬ জানুয়ারি। ছবি: জুয়েল শীল
পুষ্টি-প্রথম আলো জাতীয় বিতর্ক প্রতিযোগিতা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অতিথিরা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, চট্টগ্রাম, ১৬ জানুয়ারি। ছবি: জুয়েল শীল

প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘প্রথম আলো শিক্ষার্থীদের জন্য নানা প্রতিযোগিতার আয়োজন করে। হয়তো অনুষ্ঠানটার শেষ আছে, কিন্তু এর রেশ শেষ হয় না। এটা বোঝা যায় যখন দেখি আমাদের তরুণ গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক পায়, আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে পদক পায়। তরুণেরা যতই নিজেদের তৈরি করবে, মুক্তমনা হবে, ততই দেশটা উন্নত হবে।’

টিকে গ্রুপের পুষ্টি কনজ্যুমার বিভাগের জ্যেষ্ঠ বিক্রয় ব্যবস্থাপক ইফতেখার শাহেদ বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, সুযোগ তৈরি হচ্ছে। এ জন্য আমাদের তরুণদের প্রস্তুত করতে হবে। পুষ্টি পণ্য এখন মানুষের ঘরে ঘরে চলে গেছে। তাই আমরা চাই শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার। এ জন্য প্রথম আলোর সঙ্গে এ প্রতিযোগিতার অংশ হতে পেরে আমরা গর্বিত।

দেশের ৪০টি অঞ্চলে হবে বিতর্ক উৎসব। প্রতি জেলায় চ্যাম্পিয়ন বিতর্ক দল ঢাকায় জাতীয় স্কুল বিতর্ক উৎসবে অংশ নেবে। আঞ্চলিক পর্ব শেষে রাজধানী ঢাকায় আয়োজন করা হবে চূড়ান্ত পর্বের। বিতর্ক উৎসব সামনে রেখে ঢাকায় কর্মশালা আয়োজন করা হয়।