নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ৬

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়েছে। ১৭ জানুয়ারি। ছবি: প্রথম আলো
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়েছে। ১৭ জানুয়ারি। ছবি: প্রথম আলো

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে ছয় নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। ধসে পড়া ওই ছাদের নিচে আটকা পড়েছেন একাধিক শ্রমিক। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কুষ্টিয়ার মোল্লা তেঘরিয়া হাউজিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

ঘটনাস্থল থেকে কয়েকজন শ্রমিক প্রথম আলোকে বলেন, হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের ৫০ ফুট বাই ৩০ ফুট ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এই ছাদটি মাটি থেকে প্রায় ৩০ ফুট উচ্চতায়। ঢালাইয়ের নিচের অংশ বাঁশের খুঁটি দিয়ে ঠেকনা দেওয়া ছিল।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়ার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। ১৭ জানুয়ারি। ছবি: প্রথম আলো
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়ার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। ১৭ জানুয়ারি। ছবি: প্রথম আলো

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক ফিরোজ কুতুবী প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে বাঁশের খুঁটি দুর্বল ছিল। এ কারণে ভবনটির ওই অংশ ধসে পড়েছে। উদ্ধার তৎপরতা চলছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।