ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে তরুণ নিহত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহাঙ্গীর আলম (২১) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার ধর্মগড় সীমান্তে এ ঘটনা ঘটেছে।

নিহত জাহাঙ্গীর আলম রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর চারটার দিকে একদল গরু ব্যবসায়ী ধর্মগড় সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতের ভেতর প্রবেশ করেন। টের পেয়ে বিএসএফের ১৭১ ব্যাটালিয়নের শ্রীপুরের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জাহাঙ্গীর আলম ঘটনাস্থলেই মারা যান। আর জাহাঙ্গীরের সঙ্গীরা পালিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ। তিনি জানান, জাহাঙ্গীর আলমের লাশ ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।