মাংস, দুধ উৎপাদন বাড়াতে যৌথ গবেষণায় খামারি ও শিক্ষকেরা

দেশে মাংস ও দুধ উৎপাদন বাড়াতে ও গবাদিপশুর জাত উন্নয়নে খামারি ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যৌথভাবে গবেষণা করবেন। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডির ফখরুদ্দীন কনভেনশন হলে এ বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

সমঝোতা স্মারক অনুযায়ী, বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) ১০০ খামারি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্রিডিং বিশেষজ্ঞ অধ্যাপকেরা দুধ ও মাংস উৎপাদনকারী গবাদিপশুর জাত উন্নয়নে গবেষণা করবেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান এ কে ফজলুল হক বলেন, খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে এবং সরকারের সহযোগিতায় আগামী পাঁচ বছরের মধ্যে দেশে দুধ ও মাংস উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।

বিডিএফএর সভাপতি ইমরান হোসেন বলেন, এ দেশে গবাদিপশুর খাদ্যের উচ্চ মূল্য, দুধ ও মাংস উৎপাদনের ভালো জাতের গরু নেই। এ অবস্থায় এই গবেষণা খামারিদের ভাগ্য উন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রুহুল আমিন, শামছুল আলম ভূঁইয়া, বিডিএফএর সাধারণ সম্পাদক শাহ ইমরান।