র‍্যাবের তৎপরতা, দেশীয় বিপন্ন ৪৬৯ পাখি উদ্ধার

র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া পাখিগুলো সন্ধ্যায় অবমুক্ত করা হয়। ক্রিসেন্ট লেক, ঢাকা, ২০ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া পাখিগুলো সন্ধ্যায় অবমুক্ত করা হয়। ক্রিসেন্ট লেক, ঢাকা, ২০ জানুয়ারি। ছবি: আবদুস সালাম

রাজধানীর আবদুল্লাহপুর এলাকা থেকে ৪৬৯টি দেশীয় বিপন্ন পাখি উদ্ধার করেছে র‍্যাব-১। আজ রোববার দুপুরে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। পাখি কেনা-বেচায় জড়িত অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম প্রথম আলোকে বলেন, দেশীয় বিপন্ন এসব পাখি বেচা-কেনা বা শিকার করা দণ্ডনীয় অপরাধ। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ১০ জনকে এক মাস থেকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

বন্দী দশামুক্ত পাখি। ক্রিসেন্ট লেক, ঢাকা, ২০ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
বন্দী দশামুক্ত পাখি। ক্রিসেন্ট লেক, ঢাকা, ২০ জানুয়ারি। ছবি: আবদুস সালাম

সরোয়ার আলম জানান, আবদুল্লাহপুর ব্রিজের কাছে একটি জায়গা থেকে মোট ৭১টি টিয়া, ১৮৫টি মুনিয়া, ৮৫টি শালিক, ১২০টি ঘুঘু, ৬টি কানিবক ও ২টি ময়না উদ্ধার করা হয়েছে। গত কয়েক মাস ধরে তিনটি দলে ভাগ হয়ে এরা এসব পাখি কেনা-বেচার কাজ করছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে পাখিগুলো সংগ্রহ করে এখানে বিক্রি করা হতো।

সংসদ ভবন সংলগ্ন ক্রিসেন্ট লেকের সামনের সড়কে আজই শতাধিক পাখি অবমুক্ত করা হয়।