বিজ্ঞানচিন্তার পাবলিক লেকচার 'বিগ ব্যাং থেকে মহাবিশ্ব' মঙ্গলবার

মাসিক বিজ্ঞানচিন্তা আগামীকাল মঙ্গলবার আয়োজন করছে বিশেষ পাবলিক লেকচার ‘বিগ ব্যাং থেকে মহাবিশ্ব’। লেকচারটির প্রধান আলোচক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রিভারসাইড বিশ্ববিদ্যালয়ের গবেষক ও জ্যোতিঃপদার্থবিদ্যার অধ্যাপক ড. দীপেন ভট্টাচার্য। বেলা ৩টায় পাবলিক লেকচারটি অনুষ্ঠিত হবে কারওয়ান বাজারের সিএ ভবনের চতুর্থ তলায়, প্রথম আলোর সেমিনার কক্ষে।

লেকচারটিতে ড. দীপেন ভট্টাচার্য মহাবিশ্বের জন্ম (বিগ ব্যাং), প্রসারণ, ডার্ক ম্যাটার, কৃষ্ণগহ্বর, মহাবিশ্বের ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে আলোচনা করবেন। উপস্থিত বিজ্ঞানপ্রেমীদের নানা প্রশ্নের জবাবও দেবেন তিনি। অনুষ্ঠানটি চলবে বিকেল চারটা পর্যন্ত। এই পাবলিক লেকচারটি সব বিজ্ঞানপ্রেমীর জন্য উন্মুক্ত।

অধ্যাপক দীপেন ভট্টাচার্য নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে গবেষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মাহাজাগতিক গামা রশ্মি নিয়েও দীর্ঘদিন গবেষণা করেছেন এই জ্যোতিঃপদার্থবিদ। লিখেছেন বেশ কয়েকটি জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনি।