রাষ্ট্রবিরোধী মন্তব্য করায় মহিলা দল নেত্রী কারাগারে

চট্টগ্রাম মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী মন্তব্য করার অভিযোগে চট্টগ্রাম মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে নগরের খুলশী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব–৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. মাশকুর রহমান প্রথম আলোকে বলেন, ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্বাচন কমিশনার ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে অশ্লীল ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মাহমুদাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে দুটো মোবাইল ও সিম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে খুলশী থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, আসামি মাহমুদাকে আদালতে আনা হলে মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।